কোটা বিরোধী আন্দোলন: নতুন কর্মসূচি ঘোষণা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০১, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কোটা বিরোধী আন্দোলন: নতুন কর্মসূচি ঘোষণা

editorbd
প্রকাশিত জুলাই ১২, ২০২৪
কোটা বিরোধী আন্দোলন: নতুন কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। শাহবাগে অবরোধ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৩ জুলাই) সারাদেশের সব ক্যাম্পাসে প্রতীকী বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এ সংবাদ সম্মেলন থেকে আন্দোলন নিয়ে পরবর্তী করণীয় জানানো হবে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা। এর আগে, বিকেল ৫টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান করে। শাহবাগে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।