দিল্লিতে কোচিং সেন্টারে বন্যায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

Daily Ajker Sylhet

banglanewsus.com

২৮ জুলা ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ণ


দিল্লিতে কোচিং সেন্টারে বন্যায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের দিল্লির একটি কোচিং সেন্টারে বন্যার পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই কোচিং সেন্টারটি যেখানে অবস্থিত সেখানকার বেজমেন্টে আকস্মিকভাবে বন্যার পানি ঢোকে। এতে সেখানে তিন শিক্ষার্থী চার ঘণ্টারও বেশি সময়ের জন্য আটকে যায়। পরবর্তীতে তাদের মৃত্যু হয়।

রোববার (২৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শনিবার ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, রাজেন্দ্র নগরে ‘রাও আইএএস স্টাডি সার্কেল’ নামের ওই কোচিং সেন্টারটির বেসমেন্ট বন্যার পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭.১৯ মিনিটে শিক্ষার্থীদের বেসমেন্টে আটকে থাকার বিষয়ে তারা কল পান।। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারকাজে সহায়তার জন্য পাঁচটি ইউনিট পাঠানো হয়।

উদ্ধার অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মধ্যরাতে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

দিল্লি সেন্ট্রাল পুলিশের উপকমিশনার এম হর্ষবর্ধন সাংবাদিকদের বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। পাম্পের মাধ্যমে পানি সরানো হচ্ছে। বেজমেন্টে এখনো ৭ ফুট পানি রয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে ওই বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৩০ জন বেরিয়ে যেতে সমর্থ হলেও এই তিনজন আর পারেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।