সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মল্লিক আফজাল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার এনায়েতনগর গ্রামের আকমল মিয়ার ছেলে।
জানা গেছে, ৫ আগস্ট সোমবার রাতে সৈয়দপুর পোস্ট অফিস প্রাঙ্গণে হামলার শিকার হন মল্লিক আফজাল মিয়া। রাতেই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের ডা. সৃজনা সরকার তমা জানান, গত রাতে আমি দায়িত্বে না থাকলেও শুনেছি, হাসপাতালে আসার আগেই মল্লিক আফজালের মৃত্যু হয়েছে। মৃতদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল।
সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান জানান, পূর্ব বিরোধের কারণে প্রতিপক্ষের হামলার শিকার হন মল্লিক আফজাল মিয়া।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, একজন মৃত্যু হওয়ার খবর শুনেছি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।