ইতিহাসে বক্সার এনগ্যাম্বা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪১, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইতিহাসে বক্সার এনগ্যাম্বা

editorbd
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
ইতিহাসে বক্সার এনগ্যাম্বা

ডেস্ক রিপোর্ট: তার নামের সাথেই আছে বিজয়ী (উইনার) শব্দটি এবং তিনি জয়ীও হলেন প্যারিস অলিম্পিকসে এসে। স্রফে ব্রোঞ্জ জিতেই অনন্য কীর্তি গড়ে ফেললেন সিনডি উইনার জাঙ্কু এনগ্যাম্বা! বক্সিংয়ে মেয়েদের ৭৫ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পেয়েছেন এনগ্যাম্বা। তাতেই ইতিহাস লিখে ফেলেছেন অলিম্পিকস শরনার্থী দলের হয়ে খেলা এই বক্সার। সারা বিশ্বের বাস্তুচ্যুত মানুষদের নিয়ে গড়া হয় অলিম্পিকসের শরনার্থী দল। ২০১৬ সাল থেকে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন এই দল পরিচালনা করছে। এবার এই দলে আছে দেশহীন ৩৭ অ্যাথলেট। ২০১৬ সাল থেকে আইওসি শরনার্থী অলিম্পিক দলের হয়ে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্বোচ্চ আসরে অংশ নেয় তারা। এনগ্যাম্বা এই দলকে প্রথম পদক এনে দিলেন। এনগ্যাম্বার জন্ম ক্যামেরুনে, কিন্তু সমকামিতার অভিযোগে দেশে জায়গা মেলেনি তার। গ্রেপ্তার হয়েছিলেন, পশ্চিম আফ্রিকায় নির্বাসিত হওয়ার হুমকির মুখে দেশ ছেড়েছিলেন তিনি। ইংল্যান্ডে শরণার্থীর মর্যাদা পেতে তাকে যৌন পরিচয়ের প্রমাণও দিতে হয়েছিল। ১৫ বছর ধরে ইংল্যান্ডেই বাস করছেন এনগ্যাম্বা, কিন্তু এখনও দেশটির নাগরিকত্ব পাননি ২৫ বছর বয়সী এই অ্যাথলেট। এত চড়াই-উৎরাই পেরিয়ে আসা এই বক্সারের হাত ধরেই শরনার্থী দল পেল প্রথম পদক। সেমি-ফাইনালে পানামার প্রতিযোগীর বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরে যান এনগ্যাম্বা। বক্সিংয়ের নিয়ম অনুযায়ী সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই প্রতিযোগীই পান ব্রোঞ্জ।

সুত্র: এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।