ডেস্ক রিপোর্ট: উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগামসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত।
এমন পরিস্থিতিতে বন্যায় বিপন্ন জনপদে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সাধ্যের সবটুকু দিয়ে শুরু থেকেই বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের আলেমরা। উদ্ধার কাজ থেকে শুরু ত্রাণ তৎপরতা, সবকিছুতেই এগিয়ে ছিলেন তারা।
শুধু তাই নয়, আকস্মিক বন্যা শুরু হওয়ার পর বন্যার্ত অঞ্চলের মাদ্রাসাগুলো হয়ে উঠেছে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের আশ্রয়স্থল। এসব মাদ্রাসায় শুধু মানুষকে আশ্রয় দেওয়া হয়নি; বরং নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের খাবারেরও ব্যবস্থা করছে এসব মাদ্রাসা কর্তৃপক্ষ।
ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় এবারের বন্যা ছিল অনেক আকস্মিক ও আগ্রাসী। হঠাৎ করে এভাবে বন্যায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা ওই অঞ্চলের মানুষের ছিল না। তাছাড়া গত বুধবার রাতে অল্প সময়ের মধ্যে উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে যায় ফেনীর অধিকাংশ এলাকা। বিপর্যস্ত মানুষকে শুধু আশ্রয় নয়, ঘর থেকে উদ্ধারও করেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।