যুক্তরাষ্ট্র অফিস: দুই মার্কিন গবেষক দাবি করেছেন, রাশিয়ার নতুন পারমাণবিকচালিত ও পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র ৯এম৩৭০ বুউরেভেস্তনিকের সম্ভাব্য উৎক্ষেপণস্থল শনাক্ত করেছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে ‘অপ্রতিরোধ্য’ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গবেষকরা জুলাই ২৬ তারিখে প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মস্কো থেকে ৪৭৫ কিলোমিটার উত্তরে ভোলগদা-২০ এবং চেবসারা নামে পরিচিত একটি পারমাণবিক অস্ত্রাগারের পাশে নির্মাণাধীন একটি প্রকল্পকে এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য উৎক্ষেপণস্থল হিসেবে শনাক্ত করেছেন।
সিএনএ গবেষণা সংস্থার বিশ্লেষক ডেকার এভেলেথ স্যাটেলাইট ইমেজ দেখে সেখানে নির্মাণাধীন ৯টি অনুভূমিক লঞ্চ প্যাড শনাক্ত করেছেন। এগুলো উচ্চ দেয়াল দিয়ে ঘেরা, যা আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা একটি বিস্ফোরণ থেকে অন্য ক্ষেপণাস্ত্রকে সুরক্ষিত রাখতে নির্মিত হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।