বই পড়তে গিয়ে আটক চোর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৩৪, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বই পড়তে গিয়ে আটক চোর

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
বই পড়তে গিয়ে আটক চোর

লন্ডন অফিস: চুরি করতে এসে বই পড়ায় মজে গেলো এক চোর। ভুলে গেলো ঠিক কি করতে এসেছিল সে। গ্রিক পুরানের ওই বইটিতে সে এতটাই মজেছিল যে, বাড়ির মালিকের কাছে ধরা পড়ে যেতো হলো জেলে। ইতালির রোমে এমনই মজার এক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়িটিতে চুরি করার সময় হঠাৎ তার চোখ পড়ে গ্রিক পুরানের ওই বইটিতে। চুরির মাঝেই বইটি হাতে নিয়ে কখন যে গ্রিক পুরানের দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেললো তা বুঝতেই পারেনি বইপ্রেমী ওই চোর। হুশ ফিরলো ধরা পড়ার পর।

ইতালির প্রাতি জেলার ওই বাড়িটিতে বেলকনি দিয়ে প্রবেশ করেছিল ৩৮ বছর বয়সী অভিযুক্ত। শোবার ঘরে বিছানার কাছে টেবিলে হোমারের ইলিয়াড বিষয়ক বইটি চোখে পড়ে তার। বাড়িটির ৭১ বছর বয়সী মালিক জানিয়েছেন, ঘুম থেকে জেগেই অভিযুক্ত ওই চোরকে বই পড়ায় ডুবে থাকতে দেখেন।

বইপ্রেমী চোরের খবরটি ইতালিতে বেশ সাড়া ফেলেছে। এতে অভিভূত হয়েছেন বইটির লেখকও। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ওই চোরকে বইটির একটি অনুলিপি পাঠাতে চেয়েছিলেন, যাতে সে তার পড়া শেষ করতে পারে।

ধরার পড়ার পর যে বেলকনি দিয়ে রুমে প্রবেশ করেছিল সেই একই বেলকনি দিয়ে তাৎক্ষণিক পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত ওই চোর। তবে মুহুর্তেই তাকে আটক করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।