আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় পাকিস্তানি শিশুর সাফল্য - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৫৬, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় পাকিস্তানি শিশুর সাফল্য

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় পাকিস্তানি শিশুর সাফল্য

ডেস্ক রিপোর্ট: আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছে পাকিস্তানের সোয়াতের দশ বছর বয়সী বালক মুহাম্মদ বাশার।

আলজেরিয়ার বেসরকারি সংবাদমাধ্যম ইকোরুক আয়োজিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘মাজামির দাউদ’-এ বিশ্বের ১৫টি দেশের খুদে হাফেরা অংশ নিয়েছিল। ১৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় এটি। মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে পাকিস্তানের বাশার ১৫০০ ডলার পুরস্কার অর্জন করেছেন। তার এই অর্জন পাকিস্তান ও আলজেরিয়ার মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনকে দৃঢ় করবে বলে পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে।

বিশ্বের বিভিন্ন দেশের খুদে হাফেজদের প্রতিভা তুলে ধরতে ইকোরুক প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্বের অনেক দেশের হাফেজরা অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।