ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে কিছু অস্ত্র বিক্রির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, বর্বরতার বিরুদ্ধে আত্মরক্ষায় লিপ্ত ইসরায়েলের পাশে দাঁড়ানোর পরিবর্তে ব্রিটেনের এই ভুল সিদ্ধান্ত হামাসকে উৎসাহিত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে আসলো যখন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি আশ্বাস দিয়েছেন যে, যুক্তরাজ্য ইসরায়েলের শক্তিশালী মিত্র হিসেবেই থাকবে। প্রায় ৩৫০টি রফতানি লাইসেন্সের মধ্যে ৩০টির স্থগিতাদেশ ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করবে না। মন্ত্রীরা বলেছেন, এই অস্ত্রগুলো গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত হতে পারে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য জানিয়েছে, এই নিষেধাজ্ঞাগুলো ‘অত্যন্ত সীমিত’। কিছু সমালোচকরা এই ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ এটি এমন এক দিনে করা হয়েছে যেদিন হামাসের হাতে নিহত ছয়জন জিম্মির দাফন সম্পন্ন হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।