ইস্ট লন্ডন মসজিদে জি এস সি কর্তৃক বাংলাদেশী বন্যার্ত দের জন্য অনুদান সংগ্রহ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৫৭, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইস্ট লন্ডন মসজিদে জি এস সি কর্তৃক বাংলাদেশী বন্যার্ত দের জন্য অনুদান সংগ্রহ

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪
ইস্ট লন্ডন মসজিদে জি এস সি কর্তৃক বাংলাদেশী বন্যার্ত দের জন্য অনুদান সংগ্রহ

ডেস্ক রিপোর্ট:লন্ডন থেকে মির্জা আবুল কাসেম ।

আজ শনিবার জহর নামাযের পর গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর উদ্যোগে পূর্ব লন্ডনের ইষ্ট লন্ডন মসজিদে এক অনুদান সংগ্রহ কার্যক্রম অনুষ্টিত হয়

সম্প্রতিকালে বাংলাদেশে সংঘঠিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষকে সাহায্য করার জন্য গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে পূর্ব লন্ডনের ইষ্ট লন্ডন মসজিদে সালাত আদায়কারী মুসল্লিগণের কাছ থেকে আজ অনুদান সংগ্রহ করা হয়েছে।

এসময় গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইষ্ট রিজিয়নের চেয়ারপার্সন এম, এ, আজিজ,ভাইস চেয়ার ইসবাহ উদ্দিন , জিএসসি সাউথইষ্ট রিজিওনের সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধূরী, জিএসসি সাউথইষ্ট রিজিওনের কোষাধক্ষ সূফি সোহেল আহম্মদ, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আবদুল মালিক কুটি, আবুল মিয়া,মো:আখলাকুর রহমান , আমির হোসেন, সৈয়দ জিললুল হক , রুহুল আমীন প্রমুখ যে সকল মুসল্লি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন মুক্ত হস্তে বাংলাদেশে ভয়াবহ বন্যায় দূর্দশাগ্রস্হ বানভাসী মানুষকে সাহায্য করেছেন তাদেরকে এবং অনুদান সংগ্রহে ইষ্ট লন্ডন মসজিদ কর্তৃপক্ষ ও ভলান্টিয়ারদের সহযোগীতা প্রদান করার জন্য জিএসসি ইউকে পক্ষ থেকে চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন.

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।