লন্ডনে শেষ হলো দ্বাদশ বাংলাদেশ বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ২০২৪

Daily Ajker Sylhet

editorbd

১৭ সেপ্টে ২০২৪, ০১:১৪ অপরাহ্ণ


লন্ডনে শেষ হলো  দ্বাদশ বাংলাদেশ বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ২০২৪

ডেস্ক রিপোর্ট: শনিবার (১৪ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের দ্যা আর্ট প্যাভিলিয়নে দুইদিন ব্যাপী দ্বাদশ বাংলাদেশ বই মেলা ও সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে প্রথম দিনে আনুষ্ঠানিক উদ্ভোধনের পর দেখাগেল আনন্দঘন পরিবেশ। বিলেতের মাটিতে যতটুকু আশা করা যায়। এ বইমেলায় ঢাকা থেকে আগত একজন প্রকাশক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন- আমি পূর্বেও এই মেলায় এসেছি। এবার আয়োজকদের মনেহয় কিছুটা ঘাটতি আছে। প্রচারের অভাব আছে এবং লন্ডনে প্রকাশক, সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের সবাইকে নিয়ে সবকিছু ভুলে ঐক্য হয়ে বইমেলার আয়োজন করলে লন্ডনে একটি সফল বইমেলা বাঙালি কমিউনিটিকে উপহার দেওয়া সম্ভব। তারপরও আয়োজকদের ধন্যবাদ এতটুকু আয়াজনের জন্য, না হলে এই বই মেলায় আমাদেরও অংশ গ্রহণ করা হতো না

বইমেলার প্রথমদিনে চলে একক ও সম্মিলিত সংগীতানুষ্ঠান, কবিদের কন্ঠে কবিতা আবৃত্তি। ঢাকা ও লন্ডন থেকে এই বইমেলায় কয়েকটি প্রকাশনা সংস্থা স্টল দিয়েছেন। শনিবারে বইমেলার একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক প্রদান করা হয়। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য (সাহিত্য) পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি।

এ সম্মাননা নগদ অর্থ ও সম্মাননা পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও টাওয়ার হ্যামলেটস স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা হিমাংশু গুস্বামী, সংগঠনের সভাপতি কবি ও লেখক ময়নূর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক কবি কে এম আব্দুল্লাহ প্রমুখ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।