শমশেরনগর হাসপাতালে বৃটেন প্রবাসীর জেনারেটর দান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৩৫, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শমশেরনগর হাসপাতালে বৃটেন প্রবাসীর জেনারেটর দান

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪
শমশেরনগর হাসপাতালে বৃটেন প্রবাসীর জেনারেটর দান

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে চার লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক সাউন্ডলেস জেনারেটর দান করেছেন বৃটেন প্রবাসী আমিনুল ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতি।সম্প্রতি শমশেরনগর হাসপাতাল কমিটি ঢাকা ওয়ালটন অফিস থেকে সরাসরি চার লক্ষ টাকা ব্যয়ে ক্রয় করে অত্যাধুনিক শব্দবিহীন এ জেনারেটর। জেনারেটরটি হাসপাতালের নীচতলা ও দো’তলা কভার করা সহ এক্স-রেও করা যাবে।

শমশেরনগর হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান জানান, অত্যাধুনিক শব্দবিহীন এই জেনারেটরটির ক্রয়কৃত মূল্য পরিশোধ করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ আব্দুল গফুর আনোয়ারা খাতুন মাদরাসাতুল মদিনা এর ভুমিদাতা শিংরাউলি গ্রামের কৃতিসন্তান বৃটেন প্রবাসী আমিনুল ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতি। উনারা এলাকায় নিরবে দান খয়রাত ও বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, প্রবাসীদের সহায়তায় আমাদের হাসপাতাল ক্রমান্বয়ে পরিপূর্ণের দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃটেন প্রবাসী আমিনুল ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতির দানকৃত অত্যাধুনিক শব্দবিহীন জেনারেটরটি সংযোজন আরেক মাইলফলক। হাসপাতাল পরিবারের পক্ষ থেকে তাদেরকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।