সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:১৬, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে

ডেস্ক রিপোর্ট: সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফনি ভূষণ সরকার।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন শনাক্ত হয়েছেন।

এদিকে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে সিলেটভিউকে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এরই মধ্যে এডিস মশার লাভা তল্লাশী করতে ৩০০ বাসাবাড়িতে কাজ করেছে স্বাস্থ্য কর্মীরা। এরমধ্যে ১৫ টি বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। আর বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় ৮টি স্বাস্থ্যকর্মী ঠিক কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।