টেস্ট, টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫৯, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

টেস্ট, টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
টেস্ট, টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব

ডেস্ক রিপোর্ট:

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের ফর্ম নিয়ে তীব্র আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে হুট করে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে তিন ফরম্যাটে নয়, আপাতত ওয়ানডে চালিয়ে যাবেন তিনি। কেবল টেস্ট ও টি-টোয়েন্টি থেকেই নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

বৃহস্পতিবার কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান গণমাধ্যমকে নিজেই অবসরের সিদ্ধান্তের কথা জানান।
সাকিব বলেছেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।