নিউইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল, আসছেন ২৪ সেপ্টেম্বর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:১৭, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল, আসছেন ২৪ সেপ্টেম্বর

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
নিউইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল, আসছেন ২৪ সেপ্টেম্বর

নিউইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে। বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটের আয়োজনে এ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। ম্যানহাটনের ম্যারিয়ট মাকুইস হোটেলে এই সংবর্ধনার জন্য বুক দেয়া হয়। ৬ শত লোকের বসার জন্য প্রস্তুতিও ছিল। ২৬ সেপ্টেম্বরর এই সংবধনার প্রস্তুতি নিয়ে মিশন ও কনস্যুলেট গত কয়েকদিন ছিল ভীষন ব্যস্ত।

ড. ইউনূসের অনাগ্রহের কারনেই তা বাতিল করা হয়েছে। দায়িত্বশীল একটি সূত্র জানায়, এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ঢাকায় বির্তকিত নানা ম্যাসেজ পৌঁছে যায়। আর জাতিসংঘে প্রধান উপদেষ্টার হ্যাট্রিক কর্মসূচিতে সময় বের করাও কঠিন হয়ে দাঁড়ায়। সময়ের স্বল্পতায় তা বাতিল বলে ধারনা করা হচ্ছে। দায়িত্বশীল একটি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার ২২ সেপ্টেম্বর বিকেল আড়াইটায় জেএফকে—তে নামার কথা ছিল। তবে তা পিছিয়েছে।  ২৪ সেপ্টেম্বর তিনি আসছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।