ডেস্ক রিপোর্ট:
তরুণ অভিনেত্রী নিজেই লাইভে এসে বললেন, তার সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না! যদিও কারণ হিসেবে তুলে ধরেছেন ‘ভুয়া ভূতে’র গল্প। ২১ সেপ্টেম্বর মধ্যরাতে ১০ মিনিটের ওই লাইভ দেখে সাদিয়া ভক্ত, দর্শক, স্বজন ও মিডিয়াকর্মীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ ফেসবুক লাইভ করে তিনি দেখালেন অলৌকিক একটি ছায়া তাকে অনুসরণ করছে! যে ছায়াটি তিনি নিজ হাতে দেখান দর্শকদের।
রাতে এমন কাণ্ড ঘটিয়ে দিনের বেলায় নিজেই ফেসবুক থেকে হাওয়া! কারণ ততক্ষণে জানাজানি হয়, রাতের ভৌতিক লাইভটি তিনি করেছেন একটি ওটিটি কনটেন্টের প্রচারণার অংশ হিসেবে। এমন খবরে গোটা মিডিয়া ফুঁসে উঠেছে সোশ্যাল হ্যান্ডেলে। অভিযোগ, এটি রীতিমতো প্রচারণার নামে প্রতারণা।
বলা যায়, সমালোচকদের তোপের মুখে সোশ্যাল হ্যান্ডেল ছাড়তে বাধ্য হন এই তরুণ অভিনেত্রী। সবার একটাই অভিযোগ, সাদিয়া নিজের সস্তা প্রচারণার জন্য লাইভ প্রতারণা করেছেন সবার সঙ্গে। মঙ্গলবার বিকাল থেকে তার মূল আইডি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।