হুমকি মোকাবিলায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:১৭, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

হুমকি মোকাবিলায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

editorbd
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
হুমকি মোকাবিলায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র অফিস:

চীন প্রশান্ত মহাসাগরে জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য হাইপারসনিক অস্ত্র ব্যবহার করবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ কারণে মার্কিন নৌবাহিনী কিছু জাহাজে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বসানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের দুজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অস্ত্র শিল্পে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত উচ্চ গতিশীল প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ মিসাইল সেগমেন্ট এনহান্সমেন্ট (পিএসি-থ্রি এমএসই) ইন্টারসেপ্টরগুলো নৌবাহিনীর যুদ্ধজাহাজে স্থাপন করা হলে চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মোকাবিলা করা সম্ভব হবে। চীন বর্তমানে উচ্চগতির চলমান হাইপারসনিক অস্ত্রের উন্নতি সাধন করছে। এগুলো প্রতিহত করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

লকহিড মার্টিন নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলোকে নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করার কাজ চলছে। ইন্দো-প্রশান্ত অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অঞ্চলটিতে চীন দ্রুত সামরিক শক্তির আধুনিকায়ন করছে।

কতগুলো পিএসি-থ্রি ইন্টারসেপ্টর নৌবাহিনীর প্রয়োজন হবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে, এই ক্ষেপণাস্ত্রের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকো। তিনি আরও জানান, বিদেশি সরকারেরাও এ ক্ষেপণাস্ত্রের প্রতি আগ্রহ দেখাচ্ছে, এবং মার্কিন সেনাবাহিনী আগামী বছরগুলোতে উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।