ইন্টারন্যাশনাল ডেস্ক:
একে অপরের বিদ্যুৎ ও জ্বালানি সুবিধাগুলোতে সম্ভাব্য বিমান হামলা বন্ধ করার বিষয়ে আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে ইউক্রেন ও রাশিয়া। বিষয়টির সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস (এফটি)। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এদিন সন্ধ্যায় যেসব ব্যক্তির বরাতে এফটি প্রতিবেদন প্রকাশ করেছিল, তাদের মধ্যে ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। তারা এফটিকে জানিয়েছেন, এই আলোচনা ইউক্রেন আবারও শুরু করতে চাইছিল, কাতারের মধ্যস্থতায় আগস্টে একটি চুক্তির কাছাকাছি এসেছিল যেটি।
এফটিকে সূত্রগুলো জানিয়েছে, ওই মাসে ইউক্রেন-রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে কিয়েভ বাহিনী অনুপ্রবেশ শুরু করলে আলোচনাটি আর কোনও গতি পায়নি।
আলোচনার বিষয়ে ব্রিফ করা হয়েছে এমন একজন কূটনীতি এফটি জানায়, ‘কিছু একটা পুনরায় শুরু করার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে।’ ওই কূটনীতিককে এই বলে অবগত করা হয়েছিলে যে, ‘এখন শক্তি সুবিধা নিয়ে কথা হচ্ছে।’
প্রতিবেদনটির বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অনেক ভুয়া খবর রয়েছে। এমনকি সবচেয়ে স্বনামধন্য মিডিয়াতেও, যেগুলোর ‘বাস্তবতার সঙ্গে কোনও সম্পর্ক নেই।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।