ডেস্ক রিপোর্ট:
শরতের জবা দিয়ে ভালোই রেকর্ড গড়েছিলেন অভিনেত্রী কুসুম সিকদার। একাধারে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালকের খাতায়। ১১ অক্টোবর, বিপ্লবে বিধ্বস্ত সময়ে মুক্তি পেয়েছিলো ছবিটি। খুব বেশি দর্শক হলে টানতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ভালোই।
প্রেক্ষাগৃহের দৃশ্যপট শেষে এবার সেই ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। লক্ষ্য, ঘরে বসেই যেন দেখতে পায় গোটা পৃথিবীর দর্শক।
কুসুম জানালেন, প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরতের জবা’ এবার মুক্তি দিচ্ছেন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ভৌতিক জনরার সিনেমাটি। আইস্ক্রিন জানায়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে।
নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।