নারায়ণগঞ্জে সারা’র নতুন আউটলেট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৫, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নারায়ণগঞ্জে সারা’র নতুন আউটলেট

editorbd
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
নারায়ণগঞ্জে সারা’র নতুন আউটলেট

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জেলা শহর ছাড়িয়ে এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ এবং ‘ঢেউ।’ ৩ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এই নতুন আউটলেটটি। টি এস এন প্লাজা‌ ১৪৫/০৪ (নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে), বঙ্গবন্ধু রোড,-নারায়ণগঞ্জ-১৪০০ এই ঠিকানায় পাওয়া যাবে নারায়ণগঞ্জের ‘সারা’ আউটলেটটি।

আউটলেটে থাকছে সব বয়সী ক্রেতাদের জন্য পোশাক। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি সারাতে পাবেন শিশুদের জন্যও বিশেষ কালেকশন। প্রায় সহস্রাধিক কালার এবং ডিজাইনের ভিন্নতা থাকছে পোশাকের আয়োজনে। শীতের হাওয়া বইছে এখনও। তাই হালকা এবং ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক নতুন আউটলেটটিতে পাওয়া যাবে।
শীত আয়োজনে পুরুষদের জন্য রয়েছে জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, ডেনিম শাল। নারীদের জন্য জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস, শাল ও কুর্তি। শীতপ্রধান দেশে পরার মতো বিশেষ বোম্বার জ্যাকেটও পাওয়া যাচ্ছে নারায়ণগঞ্জের আউটলেটে। ছেলে শিশুদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট ও টি-শার্ট। মেয়ে শিশুদের জন্য রয়েছে জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি। কেনাকাটার পাশাপাশি শিশুদের খেলার জন্য আউটলেটটিতে রয়েছে কিডস প্লে জোন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।