প্রস্তাব ফেরালেন শাহরুখ! - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪২, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রস্তাব ফেরালেন শাহরুখ!

editorbd
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
প্রস্তাব ফেরালেন শাহরুখ!

ডেস্ক রিপোর্ট:

শাহরুখ খান। এই বয়সেও তার সিনেমা ব্লকবাস্টার। মুম্বাই ইন্ডাস্ট্রির কত নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীর ভিড়েও এই বুড়ো হাড়ের ভেলকি দেখছে দর্শক।

জানেন কি, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে পল শ্রেডার এবং মার্টিন মার্টিন স্করসেসির ছবিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের? কিন্তু শেষপর্যন্ত আর করা হয়নি।

সম্প্রতি পরিচালক পল শ্রেডার প্রকাশ করেছেন যে, তিনি লিওনার্দো ডিক্যাপ্রিও এবং শাহরুখ খানের সাথে একটি ছবিতে কাজের কথা ভেবেছিলেন। কিন্তু পরে পরিকল্পনা বাতিল করা হয়। শাহরুখ খান, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কিংবদন্তি পরিচালক মার্টিন মার্টিন স্করসেসির সাথে ‘এক্সট্রিম সিটি’ নামে একটি চলচ্চিত্র নিয়ে আলোচনা করেছিলেন পল। কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা ভেস্তে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।