ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় নিতে উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা মাত্র ৩৫০ টাকায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নিজেদের ডোপ টেস্ট করাতে পারবেন। টেস্টে কেউ ‘পজিটিভ’ হলেই হারাতে হবে আবাসিক হলের সিট।
সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, ‘ক্যাম্পাস ও এর আশপাশের এলাকাগুলো একটা সময় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। এ ছাড়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে গেলে যে ব্যয়বহুল খরচ, সেটা কমিয়ে আনার জন্য আমরা নিজস্ব ল্যাবে টেস্ট করার পরিকল্পনা করেছি। শুধু শিক্ষার্থীরাই নয়, আমাদের নিরাপত্তাকর্মীসহ অনেকেই মাদকাসক্ত। আমরা পর্যায়ক্রমে সবগুলোতেই হাত দেবো।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি খুব বেশি অ্যাডিক্টেড হয়ে থাকে, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে।’ ডোপ টেস্টের পজিটিভ ফলাফলের কারণে যে আসনগুলো খালি হবে সেখানে আগের আসন বরাদ্দের মেরিট লিস্ট থেকে অপেক্ষমাণ শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেয়া বলেও জানান তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।