যুক্তরাষ্ট্র অফিস:
ইসরায়েলি জিম্মিদের আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে মুক্তি না দেওয়া হলে সেটি সুখকর কিছু হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। সোমবার (৯ ডিসেম্বর) এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে আশা করে তিনি বলেছেন, আপনারা প্রেসিডেন্টের কথা শুনেছেন। জিম্মিদের অবশ্যই মুক্তি দিতে হবে। যদি তাদের মুক্তি না দেওয়া হয়, তবে দিনটি সুখকর হবে না।
আবুধাবিতে একটি বিটকয়েন সম্মেলনের ফাঁকে রয়টার্সের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে চড়া মূল্য দিতে হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনেরও বেশি লোককে বন্দি করেছে বলে দাবি করে আসছে ইসরায়েল। তাদের মধ্যে ইসরায়েলি-আমেরিকান দ্বৈত নাগরিকও রয়েছেন বলে ইসরায়েলি পরিসংখ্যান জানায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।