ডেস্ক রিপোর্ট:
একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, বলা চলে অতি দুর্লভ। জেনে অবাক হবেন- ঠিক এমনই একটি ডিম ১৫০ পাউন্ড দিয়ে কিনেছেন যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের বাসিন্দা এড পাওনেল। অবশ্য পরে তিনি ডিমটি দান করে দিয়েছেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামে একটি জনসেবামূলক সংস্থায়। সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান। দ্য ইকোনোমিক টাইমস।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।