ডেস্ক রিপোর্ট:
জাকাতের ক্ষেত্রে যেমন নেসাবের শর্ত আছে, হজের ক্ষেত্রে এরকম নয়। বরং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া-আসা এবং প্রাসঙ্গিক খরচাদির ব্যবস্থা থাকলেই হজ ফরজ হয়ে যায়।
কেননা, আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যারা সেখানে পোঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। (সূরা আল ইমরান ৯৭)
তবে পুরুষের মতো আর্থিক ও শারীরিক সামর্থ্যবান হলেই নারীর ওপর হজ ফরজ হয় না, বরং নারীর জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি।
যেমন, স্বামী বা মাহরাম ব্যতীত মহিলাদের হজে গমন শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়, তাই মাহরামের হজের খরচ সম্পন্ন করার সক্ষমতা থাকা। কেবল নিজের হজ করার সামর্থ্য থাকলেও নারীর জন্য হজ ফরজ হয় না। (বাহরুর রায়েক ২/৩৩৯)
উল্লেখ্য, এটা ভিন্ন কথা যে, মাহরাম যদি ফরজ হজ করতে যায়, সেক্ষেত্রে তার সঙ্গে গেলে খরচ দেওয়ার প্রয়োজন হয় না।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।