ডেস্ক রিপোর্ট:
আমরা কেউই সমস্যায় পড়তে চাই না। আমাদের চারপাশে এমন কাউকে খুঁজে পাবো না, যার কোনো ধরনের সমস্যা নেই। এমনকি নবী রাসুলরাও কোনো না কোনো সমস্যায় পড়েছিলেন। তাহলে আমরা কেন সমস্যা বা বিপদাপদ মুক্ত থাকতে চাই? তার মানে সমস্যা মুক্ত থাকতে চাওয়াটাই আরেক বড় সমস্যা।
অবাক হওয়ার মতো বাস্তব কথা হলো সমস্যা বা বিপদাপদ হতে পারে আপনার জন্যে আশীর্বাদস্বরুপ। নবীজি (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা যখন তার কোন বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদাপদের সম্মুখীন করেন। আর যখন তিনি কোন বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন।
অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তায়ালা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে। (সুনানে তিরমিজি: ২৩৯৬)
আর কোনো সমস্যায় পড়তে চাই না। এই চিন্তা থেকে বেরিয়ে আসুন বাকি জীবনের জন্যে। সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই হলো বড় সমাধান।
মাঝেমধ্যে ভাবুন- হযরত আইয়ুব আ. এর জীবনী নিয়ে। সময়ের পরিক্রমায় বউ-বাচ্চা, ধন-দৌলত স্বজন পড়শী সবাই হারিয়ে যায়। সেই ভয়ানক পরিস্থিতিতে আইয়ুব আ. কি করেছিলেন? (আল বিদায়া ওয়ান নিহায়া: ১/৮৫৮)
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।