চলতি সপ্তাহে লন্ডন আসতে পারেন খালেদা জিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৩, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চলতি সপ্তাহে লন্ডন আসতে পারেন খালেদা জিয়া

editorbd
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫
চলতি সপ্তাহে লন্ডন আসতে পারেন খালেদা জিয়া

লন্ডন অফিস:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে লন্ডনে আসতে পারেন। সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ ছাড়তে পারেন তিনি।

একটি সূত্র জানায়, তাকে বহনকারী বিমানটি সোমবার গভীর রাতে বা মঙ্গলবার ভোরে লন্ডনে পৌঁছাতে পারে। তার ভিসা, ফ্লাইটসহ সবকিছু সম্পন্ন হলেও বেশ কিছু দিন আগে বিদেশে তার চিকিৎসা বিভিন্ন কারণে বিলম্বিত হচ্ছে বলে আলোচনা রয়েছে।

মেডিক্যাল বোর্ডের চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৫ জন তার সঙ্গে থাকবেন। বিএনপি নেত্রীকে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে এবং তারপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ইস্ট বাল্টিমোরের বিশ্বখ্যাত জনস হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার ইউকে এবং ইউএস এর ভিসা ইতোমধ্যেই পাওয়া গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।