আবাহনীর প্রতিশোধ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪২, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আবাহনীর প্রতিশোধ

editorbd
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
আবাহনীর প্রতিশোধ

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual1 Ad Code

২০২৩ সাল থেকে মোহামেডান স্পোর্টিংকে হারাতে পারছে না আবাহনী লিমিটেড। হার কিংবা ড্রয়ের বৃত্তে আটকে থাকতে হয়েছে। অবশেষে ৬ ম্যাচ পর ফেডারেশন কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে আকাশী-নীল জার্সিধারিরা।

মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে আবাহনী ১-০ গোলে মোহামেডানকে হারিয়েছে। এই জয়ে শুধু ঘুরে দাঁড়ানোই না, চলতি মৌসুমে সাদা-কালোদের বিপক্ষে ‘প্রতিশোধও’নিয়েছে আবাহনী!

Manual2 Ad Code

‘বি’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচে রহমতগঞ্জেরও ৬ পয়েন্ট। দু’দলই কোয়ালিফায়ারের পথে এগিয়ে। তবে মোহামেডান তিন ম্যাচে দুটিতে হেরে আগের তিন পয়েন্ট নিয়ে আছে।

Manual8 Ad Code

মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও দল গোল পাওয়ার মতো আগ্রাসী ফুটবল খেলতে পারেনি। মোহামেডানে চোট কাটিয়ে সোলেমানে দিয়াবাতে শুরু থেকে খেলেছেন।

Manual6 Ad Code

যদিও ছিলেন নিজের ছায়া হয়ে। মনে হচ্ছিল চোট থেকে শতভাগ সুস্থ হয়ে ওঠেননি। বিপরীতে আবাহনী স্থানীয় খেলোয়াড়দের নিয়ে লড়াই চালিয়ে গেছে। তবে গোলকিপার মোহাম্মদ সুজন সুইপার হয়ে ‘ডি’ বক্সের বাইরে এসে একাধিকবার বল ক্লিয়ার করে তাদের গোল বঞ্চিত করেছেন।

আবাহনী সুযোগ পায় ১৯ মিনিটে। শাহরিয়ার ইমন বক্সে ঢুকে চেষ্টা করেছিলেন, কিন্তু লক্ষে শট নেওয়ার আগেই ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু ক্লিয়ার করেন তা। সানডে-দিয়াবাতেরা চেষ্টা করে গেছেন।

তাতে মোহামেডান ৩৬ মিনিটে গোলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। কিন্তু সানডের ক্রস থেকে আরিফ হেড নেওয়ার আগেই হাত দিয়ে সেটি নস্যাৎ করে দেন মিতুল। দুই মিনিট পর সোলেমানে দিয়াবাতেকে শট নেওয়ার আগেই ডিফেন্ডার কামরুল ক্লিয়ার করে দলকে গোল হজম করা থেকে বাঁচান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code