ডেস্ক রিপোর্ট : ‘নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে-কেয়ার নববর্ষ উদযাপন করেছে। নতুন বছরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ১ জানুয়ারী বুধবার কুইন্সের আগ্রা প্যালেসে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে নাচে গানে নতুন বছর বরণ করে নেন কমিউনিটির বিশিষ্টজনেরা।
নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এন্ড সিইও ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, লাইফ অ্যান্ড হেলথ ইন্সুরেন্স এজেন্ট সার্জেন্ট ফুহাদ হোসেন, ফোবানার সাবেক চেয়ারম্যান আবু যোবায়ের দারা, শাহ শহিদুল হক, বেলাল আহমেদসহ অন্যরা।
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এন্ড সিইও শাহ নেওয়াজ বলেন, নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের সবটুকু দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করবো। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রানো নেওয়াজ, রেশমি মির্জা ও অনিক রাজ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।