যুক্তরাষ্ট্র অফিস:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
বুধবার প্রকাশিত এই আবেদনের মাধ্যমে সাজা ঘোষণার দুদিন আগে আদালতের নির্দেশনা চাইলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত মে মাসে ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন। অভিযোগ ছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক ক্ষতি এড়াতে একটি সম্পর্কের কথা গোপন রাখতে ব্যবসায়িক নথি জাল করেছিলেন।
গত সপ্তাহে বিচারক জুয়ান মারচান ট্রাম্পের সাজা ঘোষণার জন্য আগামী শুক্রবার দিন নির্ধারণ করেন। যা তার দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিন আগে।
সুপ্রিম কোর্টে করা আবেদনে ট্রাম্পের আইনজীবীরা সাজা ঘোষণার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছেন। তারা বলেছেন, এটি প্রেসিডেন্সি ও ফেডারেল সরকারের কার্যক্রমের প্রতি গুরুতর ক্ষতি ও অন্যায় প্রতিরোধে প্রয়োজনীয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।