ডেস্ক রিপোর্ট:
আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর বসছে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনের এই আয়োজন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার; মডেল, কোরিওগ্রাফার ও আয়োজক কমিটির সদস্য আজরা মাহমুদ এবং আয়োজক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান।
আয়োজকরা জানান, চার দিনের আয়োজন সাজানো হয়েছে চারটি ভিন্ন ভিন্ন থিমে।
মডেল নির্বাচন নিয়ে আজরা মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারও নতুন মডেলরা প্রাধান্য পাচ্ছেন আর্কা ফ্যাশন উইকে। ছয় শতাধিক আবেদন থেকে ১০০ জনকে অডিশনে ডাকা হয়।
সেখান থেকে ২৫ জনকে বাছাই করা হয়েছে। এছাড়া গত বছরের নির্বাচিত মডেলদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় মডেলরাও উপস্থিত থাকবেন এবারের আসরে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।