ডেস্ক রিপোর্ট:
ফেউ শব্দের আভিধানিক অর্থ শৃগাল বা শিয়াল। অর্থাৎ চালাক প্রকৃতির বলা যায়। অনুসরণকারী হিসেবেও ফেউ–এর ব্যবহার দেখা যায়। ফেউলাগা মানে কারও পেছনে লেগে থেকে তাকে ক্রমাগত উত্ত্যক্ত করা। সেই শব্দটির যথাযথ মর্যাদা রাখতে ‘ফেউ’ নামে নির্মিত হলো একটি ওয়েব সিরিজ।
১৬ জানুয়ারি বিকেলে ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। যেখানে একটি সংলাপে শোনা যায়, ‘ও সুনীল দা, ফেউ কারা?’ উত্তরে শোনা যায়, ‘অ্যাজেন্ট। সরকারি গোয়েন্দা–গে অ্যাজেন্ট কয়।’
‘ফেউ’ নির্মাতা সুকর্ন সাহেদ ধীমান বলেন, ‘‘পুরো গল্পজুড়েই ফেউ শব্দটার উপস্থিতি আছে। গল্পের রাজনৈতিক বর্ণনাতেও ফেউ প্রাসঙ্গিক। মানুষের স্বভাবজাত আতঙ্ক, ভয় যখন দৈনন্দিন হয়ে যায় তখনও সেটা ফেউ শব্দ দিয়ে বোঝান সম্ভব। এই আতঙ্কের মধ্যে বসবাস এবং উতরে যাওয়ার গল্প নিয়ে ‘ফেউ’ সিরিজ। তাই সিরিজের নামকরণ সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে।”
‘ফেউ’-এর টিজার প্রকাশের মধ্য দিয়ে এর অভিনয়শিল্পী এবং মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। সিরিজটি চরকিতে আসছে ২৯ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে (৩০ জানুয়ারি)। আর এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু প্রমুখ।
সিরিজে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। চরিত্র নিয়ে তিনি বলেন, ‘কাজী চরিত্রটি এই এলাকায় প্রভাবশালী মানুষ। রাজনীতির সঙ্গে সে খুব বেশিভাবে জড়িত। সব জায়গায় তার কর্তৃত্ব আছে কিন্তু সেটা সে বোঝাতে চায় না। এর মধ্য দিয়ে ওই এলাকার রাজনীতি বেশ ভালোভাবে উঠে এসেছে বলে আমার মনে হয়।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।