নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৯, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

editorbd
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫
নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual5 Ad Code

প্রথমবারের মতো নিজেদের তৈরি পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি নিক্ষেপ করা হয়। পাকিস্তান মহাকাশ সংস্থার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগে সাড়া প্রদান, উন্নততর নগর পরিকল্পনা ও কৃষির উন্নতিতে সহায়ক হবে এই পিআরএসসি-ইও ওয়ান স্যাটেলাইট।

Manual1 Ad Code

স্যাটেলাইটটি ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে সূর্যের আলো প্রতিফলন বা বিকিরণ শনাক্ত করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করতে সক্ষম।

Manual5 Ad Code

এদিকে, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, একইদিনে চীনের লং-মার্চ টুডি ক্যারিয়ার রকেট আরও দুটি স্যাটেলাইট প্রেরণ করেছে। এগুলো হচ্ছে, তিয়ানলু ওয়ান এবং ব্লু কার্বন ওয়ান।

স্যাটেলাইট উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সুপারকোর নেতৃত্বে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতা প্রমাণিত হলো।

বর্তমানে পাঁচশ কোটি ডলার মূল্যের পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার বাণিজ্যিক মহাকাশ শিল্পের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি। ২০৩৩ সালের মধ্যে এটি আটশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করেছে নোভাস্পেস।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code