দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫৯, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

editorbd
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫
দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

সাউথ এশিয়া ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।

১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলার রায় শুক্রবার (১৭ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে।

রায়ে ইমরানকে ১৪ বছরের এবং বুশরাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আদিয়ালা কারাগারের অস্থায়ী আদালতে বিচারক নাসির জাভেদ রানা এ রায় ঘোষণা করেন।

আদালত ইমরান ও বুশরার যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ রুপি জরিমানা করেন।

জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের কারাদণ্ড ছয় মাস এবং তিন মাস বাড়বে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, ভুয়া ট্রাস্ট আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট-এর সম্পত্তি জাতীয় জবাবদিহি অধ্যাদেশ, ১৯৯৯-এর ধারা ১০(ক) অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অধীনে বাজেয়াপ্ত করা হলো।

রায় ঘোষণার পর আদালত থেকে বুশরা বিবিকে গ্রেফতার করা হয়। এই মামলায় ইমরান ও বুশরা প্রথম দোষী সাব্যস্ত হন ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ইমরান ও বুশরা বেআইনিভাবে বেসরকারি কোম্পানি বেহরিয়া টাউন লিমিটেড থেকে বিপুল অর্থ ও জমি নিয়েছিলেন।

এই সম্পদ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা কর্তৃক পাকিস্তানের জন্য ফেরত আনা ৫০ বিলিয়ন রুপির আইনি বৈধতা প্রদানের বিনিময়ে গ্রহণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।