কানাডা অফিস:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার অভিপ্রায় জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল। প্রস্তাবিত শুল্কের প্রভাব থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এমনটা করছেন বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ এবং কংক্রিট এবং আমেরিকান ভোক্তারা কানাডা থেকে যা কিছু কিনে তা হঠাৎ করে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে যদি তিনি এই শুল্ক আরোপ করেন।২০১৮ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য বিরোধের সময় কানাডা হাইঞ্জ কেচাপ, কার্ড, বোরবন এবং হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উপর শুল্ক আরোপ করেছিল – ‘এমন জিনিস যা মার্কিন কর্মীদের ক্ষতি করবে। ’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।