স্বাস্থ্য ও নিরাপত্তাসহ একাধিক ক্ষেত্রে ভারত-ইন্দোনেশিয়ার চুক্তি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৭, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

স্বাস্থ্য ও নিরাপত্তাসহ একাধিক ক্ষেত্রে ভারত-ইন্দোনেশিয়ার চুক্তি

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
স্বাস্থ্য ও নিরাপত্তাসহ একাধিক ক্ষেত্রে ভারত-ইন্দোনেশিয়ার চুক্তি

সাউথ এশিয়া ডেস্ক:

ভারতের সঙ্গে স্বাস্থ্য, সংস্কৃতি, সমুদ্র, নিরাপত্তা ও ডিজিটাল খাতে একাধিক চুক্তি সম্পাদন করেছে ইন্দোনেশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উপস্থিতিতে শনিবার (২৫ জানুয়ারি) এই চুক্তিগুলো সম্পন্ন হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাবোও বলেছেন, বেশ কিছু খাতে আমাদের দুপক্ষেরই সাধারণ স্বার্থ রয়েছে। এরকম প্রধান কিছু খাতে সহযোগিতার মাত্রা বৃদ্ধি করার বিষয়ে আমরা আলোচনা করেছি।

ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব দৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন সুবিয়ান্তো। সামনের দিনগুলোতে পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এছাড়া, আর্থিক সংগঠন ব্রিকস-এ ইন্দোনেশিয়ার সদস্যপদ পাওয়ায় ভারতের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট।

সুবিয়ান্তো বলেছেন, উদীয়মান অর্থনৈতিক দেশের এই সংগঠন বৈশ্বিক স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হতে যাচ্ছে।

প্রাবোওর আগে বক্তব্য রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সাপ্লাই চেইনের উন্নয়নে দুদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে।

এছাড়া, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও উগ্রপন্থিদের দমনেও সহযোগিতা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।