লন্ডন অফিস:
মিত্রদের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার কথাও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়া ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেয়ার ঘোষণাও দেন স্টারমার। খবর রয়টার্সের।
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আরও কাজ করার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: রয়টার্স
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আরও কাজ করার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জুলাই মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে ‘আগের চেয়ে ঘনিষ্ঠ’ সম্পর্কের কথা তুলে ধরে এর প্রশংসা করেন স্টারমার।
আগামী সপ্তাহে দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় ইউক্রেনের প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন।
তবে স্টারমার বলেন, ‘যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।’
জেলেনস্কি সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হাল ছেড়ে না দিয়ে ইউক্রেনের প্রতি দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবারের এই চুক্তিকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে প্রশংসা করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।