গাজার অধিবাসীদের পুনর্বাসনে ট্রাম্পের প্রস্তাব অগ্রহণযোগ্য: জার্মানি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৮, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

গাজার অধিবাসীদের পুনর্বাসনে ট্রাম্পের প্রস্তাব অগ্রহণযোগ্য: জার্মানি

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
গাজার অধিবাসীদের পুনর্বাসনে ট্রাম্পের প্রস্তাব অগ্রহণযোগ্য: জার্মানি

লন্ডন অফিস:

যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পুনর্বাসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বার্লিনে আয়োজিত এক সম্মেলনে মঙ্গলবার বক্তব্য প্রদানকালে ট্রাম্পের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর বা জর্ডানে পুনর্বাসনের যেকোনও পরিকল্পনা এক কথায় অগ্রহণযোগ্য।

ফিলিস্তিন সংকট নিরসনে তিনি দুই রাষ্ট্র সমাধানের প্রতি নিজের সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় জাতিই যেন পাশাপাশি শান্তিতে বাস করতে পারে তা নিশ্চিত করতে হবে। আর গাজার দায়িত্ব নিতে হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (প্যালেস্টিনিয়ান অথরিটি)।

প্রায় ১৫ মাসের যুদ্ধ শেষে ১৯ জানুয়ারি কার্যকর হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি। এতে সামান্য হলেও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন শলৎজ। তিন বলেছেন, এই সুযোগ হাতছাড়া হতে দেওয়া যাবে না। তবে শান্তি তখনই প্রতিষ্ঠা করা সম্ভব, যদি গাজাবাসী আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে আশাবাদী হতে পারে।
জর্ডানে ইতোমধ্যেই লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাস করছেন। মিসরে সংখ্যাটা কম হলেও সেখানে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন। ট্রাম্পের সমাধান শুনে তা তৎক্ষণাৎ খারিজ করে দিয়েছে দুদেশই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।