টাকা বাঁচিয়ে ভ্রমণ করতে চাইলে এই বিষয়গুলো মনে রাখুন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৪৬, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

টাকা বাঁচিয়ে ভ্রমণ করতে চাইলে এই বিষয়গুলো মনে রাখুন

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
টাকা বাঁচিয়ে ভ্রমণ করতে চাইলে এই বিষয়গুলো মনে রাখুন

ডেস্ক রিপোর্ট:

দেশ-বিদেশ ঘুরতে কে-না ভালোবাসে? তবে সাধ থাকলেও অনেক সময় সাধ্যের সঙ্গে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। সময় এবং সুযোগ সঠিকভাবে কাজে লাগিয়ে কম খরচে ভ্রমণ করতে চাইলে কিছু বিষয় মনে রাখা চাই। কখন ট্যুরের পরিকল্পনা করবেন, কীভাবে বিমানের টিকিট কাটবেন এবং কীভাবে সার্বিক খরচের লাগাম টেনে ধরবেন- জেনে নিন সেটা।

বিভিন্ন বিমান সংস্থা বিভিন্ন সময় টিকিটে নানা রকম ছাড় দেয়। সেই সুযোগ কাজে লাগাতে পারেন। আবার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনতে পারেন টিকিট। এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে সেরা অফার তারা আপনার জন্য নির্বাচনের সুযোগ করে দেবে।

ভ্রমণের সময়ও গুরুত্বপূর্ণ। পিক সিজনে বাড়তি চাহিদার জন্য যানবাহনের টিকিট থেকে শুরু করে হোটেলের খরচ সবই বেশি থাকে। কম খরচে ঘুরতে চাইলে তাই এমন সময় বেছে নিন যখন মানুষের চাপ কম থাকে।

বিমানে ভ্রমণের ক্ষেত্রে ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন। এতে মূল্য বেশ খানিকটা কম থাকে। কম খরচের ঘুরতে চাইলে কয়েকজন একসঙ্গে ঘোরার পরিকল্পনা করুন। এতে মাথা পিছু খরচ বেশ কিছুটা কমে যায়।

একা বেড়াতে গেলে হোস্টেল বেছে নিতে পারেন। মূল শহর থেকে একটু দূরে থাকলেও তুলনামূলকভাবে সস্তায় হোটেল মেলে।
বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।

বিমানে ভ্রমণের ক্ষেত্রে ভোরের ফ্লাইট নির্বাচন করুন। খুব সকাল বা ভোরের ফ্লাইট মোটামুটি কম দামেই পাবেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে টিকিটের চাহিদা বাড়তে থাকে। ফলে দাম বেড়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।