কানাডা অফিস:
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক ঘোষণা করেছে কানাডা। এই পদক্ষেপের মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের সূচনা হলো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা মার্কিন পণ্যের ওপর প্রভাব ফেলবে। এই শুল্কের আওতায় বিয়ার, ওয়াইন, গৃহস্থালি যন্ত্রপাতি, ক্রীড়া সরঞ্জামসহ ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৬.৬ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মার্কিন পণ্য রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তিনি অবৈধ অভিবাসন ও মাদক পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত নেন। ট্রুডো বলেছেন, তিনি কানাডিয়ানদের পক্ষে দাঁড়াতে পিছপা হবেন না। তবে এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মানুষের ওপর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমরা এখানে আসতে চাইনি, আমরা এটি চাইনি। ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং আরও ১২৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক ২১ দিন পর কার্যকর করা হবে। যাতে করে কানাডার কোম্পানিগুলো প্রস্তুতি নিতে পারে।
ট্রুডোর এই পদক্ষেপের নিশানায় রয়েছে মার্কিন বিয়ার, ওয়াইন, বুরবন, ফল ও ফলের রস, শাকসবজি, সুগন্ধি, পোশাক, জুতা, গৃহস্থালি যন্ত্রপাতি, ক্রীড়া সরঞ্জাম ও আসবাবপত্র। এ ছাড়া কাঠ ও প্লাস্টিকের ওপরও শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ খনিজ ও প্রক্রিয়াকরণ সম্পর্কিত অ-শুল্ক পদক্ষেপও বিবেচনা করা হচ্ছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।