আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা
০৬ ফেব্রু ২০২৫, ০১:১৪ অপরাহ্ণ

লন্ডন অফিস:
গ্রিসের বিখ্যাত পর্যটন দ্বীপ সান্তোরিনি ও এর আশেপাশের অঞ্চলে গত কয়েক দিনে ২০০টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ধারাবাহিকতায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউরোপ-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত কয়েক মিনিটের ব্যবধানে ভূমিকম্পের ঘটনা ঘটছে। গত সোমবার বিকেলে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১।
ব্রাসেলস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মিতসোতাকিস বলেন, গত কয়েক দিন ধরে কর্তৃপক্ষ একটি অত্যন্ত তীব্র ভূতাত্ত্বিক ঘটনা পর্যবেক্ষণ করছে। তিনি দ্বীপবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
ভূমিকম্পের এই ধারাবাহিকতা একটি বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে কি না, তা নিয়ে আশঙ্কার মধ্যে হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটক ফেরি ও ফ্লাইটে করে সান্তোরিনি এবং পার্শ্ববর্তী আনাফি, আইওস ও অ্যামোরগোস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।