ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’

Daily Ajker Sylhet

editorbd

০৬ ফেব্রু ২০২৫, ০২:২৭ অপরাহ্ণ


ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’

ডেস্ক রিপোর্ট:

ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা ইফফাত জাহান মম নির্মিত ভালোবাসার গল্পের নাটক ‘ব্যথার বাগান’। ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বলবে নাটকটি।

ইফফাত জাহান মম এর আগে ওয়েব ফিল্ম ‘মুনতাসির’ বানিয়ে বেশ আলোচনায় এসেছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তি তিনি জানান, নতুন এ প্রকল্পে তিনি সম্পর্কের বিভিন্ন দিক অন্বেষণ করেছেন।

নাটকটির গল্প ভাবনা লেখক কিঙ্কর আহসানের। তৌসিফ মাহবুব ও আইশা খান নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়া, লেখক কিঙ্কর আহসানকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা মনে করেন, ভালোবাসার গল্প ছাড়াও এই নাটকের সংগীত পছন্দ করবেন তরুণেরা। জাহিদ নীরবের সংগীতে মাশা ইসলাম ও হাসিবুল নিবিরের গাওয়া একটি গানও থাকছে নাটকে। কে এস ফিল্মস প্রযোজিত নাটকটি নির্মিত হয়েছে ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ব্যথার বাগান’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।