রাজি নন সাবিনাসহ ১৮ বিদ্রোহী

Daily Ajker Sylhet

editorbd

১০ ফেব্রু ২০২৫, ০২:২৩ অপরাহ্ণ


রাজি নন সাবিনাসহ ১৮ বিদ্রোহী

ডেস্ক রিপোর্ট:

পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনাসহ ১৮ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাদের রাজি করাতে পারেনি।

সেই ডামাডোলের মাঝেই নতুন করে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটি চূড়ান্ত করেছে বাফুফে। সেখানে সবাইকে আনতে চাইলেও এখন পর্যন্ত বিদ্রোহী ফুটবলাররা সায় দেননি।

তবে সাবিনারা রাজি না হলেও ক্যাম্পে থাকা অন্য ৩৬ ফুটবলার সোমবার ঠিকই কেন্দ্রীয় চুক্তিতে চলে এসেছেন। আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করেছেন আফঈদা-আকলিমারা। বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কেন্দ্রীয় চুক্তি বলতে বহু দিনের আলোচিত মাসিক বেতনের আওতায় চলে এসেছেন নারী ফুটবলাররা। জানুয়ারির মাঝামাঝি থেকে এটা কার্যকর হচ্ছে।

এতে আপাতত পরিষ্কার যে আরব আমিরাতের বিপক্ষে সাবিনারা কেউ থাকছেন না। নতুনদের নিয়ে খেলতে হবে পিটার বাটলারকে।

সাবিনারাও এটা অবগত, অন্য খেলোয়াড়রা চুক্তিতে স্বাক্ষর করেছেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কোনও ভ্রূক্ষেপ নেই। আগের মতো বাটলার বয়কট মিশনে অটল আছেন তারা।

যদিও তাদের পথ এখনও বাফুফে খোলা রেখেছে। সাবিনাদের জন্য অপেক্ষা করবে ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে ৫৫ জন ফুটবলারকে কেন্দ্রীয় চুক্তিতে আনতে চায় তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।