ট্রাম্পের বহিষ্কার নীতির কঠোর সমালোচনায় পোপ ফ্রান্সিস

Daily Ajker Sylhet

editorbd

১১ ফেব্রু ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ


ট্রাম্পের বহিষ্কার নীতির কঠোর সমালোচনায় পোপ ফ্রান্সিস

লন্ডন অফিস:

আমেরিকার ক্যাথলিক বিশপদের উদ্দেশ্যে পাঠানো এক ব্যতিক্রমী উন্মুক্ত চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমননীতিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পাঠানো চিঠিতে পোপ এই অভিবাসন দমননীতিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘গুরুতর সংকট’ বলে আখ্যায়িত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চিঠিতে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি ক্যাথলিক চার্চের সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান জানাই … যেন তারা এমন বর্ণনায় প্রভাবিত না হন, যা আমাদের অভিবাসী ও শরণার্থী ভাই-বোনদের বিরুদ্ধে বৈষম্য তৈরি করে এবং অপ্রয়োজনীয় ভোগান্তির কারণ হয়।’

২০১৩ সাল থেকে পোপের দায়িত্ব পালন করে আসা ফ্রান্সিস ট্রাম্পের অভিবাসন নীতির ব্যাপারে সবসময়ই কঠোর সমালোচনামূলক অবস্থান নিয়েছেন। ২০১৬ সালে তিনি বলেছিলেন যে, অভিবাসন বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ‘খ্রিস্টানসুলভ নয়’।

‘যা বলপ্রয়োগের ভিত্তিতে গড়ে ওঠে, এবং প্রতিটি মানুষের সমান মর্যাদা সম্পর্কে সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়, তা খারাপভাবে শুরু হয় এবং খারাপভাবেই শেষ হবে’, বলেন পোপ।

ট্রাম্প, একজন রিপাবলিকান, হোয়াইট হাউসে ফিরে আসার জন্য ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং লক্ষ লক্ষ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।