বদলে গেল মেক্সিকো উপসাগরের নাম
১২ ফেব্রু ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ

কানাডা অফিস:
মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’ নামটি পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখা হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে টেক জায়ান্ট গুগলের সেবা গুগল ম্যাপ উপসাগরটির নাম পরিবর্তন করে রেখেছে। তবে এই পরিবর্তন ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে।
এর বাইরে অন্যান্য দেশের ব্যাবহারকারীদের ম্যাপস অ্যাপে সেই উপসাগরের আগের নামই বহাল রেখেছে গুগল। এমনকি মেক্সিকোর ব্যবহারকারীরাও তাদের অ্যাপে এই উপসাগরটির নাম ‘গালফ অব মেক্সিকো’ই দেখছেন।