লন্ডনে ধর্মগ্রন্থ অবমাননায় দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Daily Ajker Sylhet

editorbd

১৫ ফেব্রু ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ


লন্ডনে ধর্মগ্রন্থ অবমাননায় দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

লন্ডন অফিস: লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে জানানো হয়, নাইটসব্রিজের রুটল্যান্ড গার্ডেনে এক ব্যক্তিকে কোরানের একটি কপি পোড়াতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশের পর ডার্বির ৫০ বছর বয়সী হামিত কসকুনের বিরুদ্ধে গুরুতর জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে পরবর্তীতে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে। ওই ব্যক্তিকে আক্রমণ করার দায়ে চেলসির ৫৯ বছর বয়সী মুসা কাদরির বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে। অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার তাকে একই আদালতে হাজির করার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।