আমরা পাল্টা ব্যবস্থা নেব

Daily Ajker Sylhet

editorbd

১৫ ফেব্রু ২০২৫, ০১:০৩ অপরাহ্ণ


আমরা পাল্টা ব্যবস্থা নেব

কানাডা অফিস: কানাডার পণ্যে শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। যদিও এ শুল্ক আরোপের হুমকি অনেক আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার শীর্ষ নেতারা। দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মার্ক কার্নি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ভাবছেন, কানাডা ভেঙে পড়বে। কিন্তু আমরা এর বিরুদ্ধে দাঁড়াব, পিছু হটব না। ঐক্যবদ্ধ হয়ে আমরা পাল্টা ব্যবস্থা নেব।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেন। এরপর ট্রুডোর দল লিবারেল পার্টি থেকে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন মার্ক কার্নি। এ পর্যন্ত পাঁচজন এ পদে নির্বাচনের আগ্রহের কথা জানান। ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর কানাডার নিজ দলের সর্বাধিক এমপির সমর্থন পেয়েছেন তিনি। আগামী ৯ মার্চ লিবারেল পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হওয়ার কথা রয়েছে। আগামী ২০ অক্টোবর বা তার আগেই কানাডায় জাতীয় নির্বাচন হতে পারে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে ‘ডলারের বিনিময়ে ডলার দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। কার্নি আরও বলেন, এমন শুল্কের জন্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে সুনাম, তা ক্ষতিগ্রস্ত হবে। এই শুল্ক (যুক্তরাষ্ট্রের) প্রবৃদ্ধিতে আঘাত হানবে। মূল্যস্ফীতি বাড়াবে। সুদের হারও বাড়াবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।