সন্ত্রাস দমনে এ অভিযান সফল হোক
১৫ ফেব্রু ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ

সম্পাদকীয়: নিষিদ্ধ ছাত্রলীগ ও জাহাঙ্গীর বাহিনীর সন্ত্রাসীদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল গাজীপুর। এদিন সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দুর্বৃত্তদের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীও আহত হন।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা চালানোর লক্ষ্যে গাজীপুরের আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে জড়ো হচ্ছিল, যা এখনো অব্যাহত আছে। অবশ্য গত কয়েকদিনে গাজীপুরে যারা প্রবেশ করেছেন, তাদের শনাক্ত করতে মোবাইল ফোনের সিম পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিটিআরসির সহায়তা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকালে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে, শুক্রবার রাতে হামলার ঘটনায় আহত ১৪ জনের ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় পুলিশ শনিবার বিকাল পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে বলেও জানা গেছে।
ভুলে গেলে চলবে না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। নানা দিক থেকে দেশকে অশান্ত করার চেষ্টা তাদের মধ্যে রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ছাত্র-জনতার এ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টাও তাদের রয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরসহ গত কয়েকদিন দেশে বেশকিছু স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা ছিল বিগত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। এসব ঘটনাকে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা দেশের শাসনব্যবস্থাকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ সরকারকেই নিতে হবে। সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ও দেশের মানুষের জানমালের নিরাপত্তায় সরকারের এ অভিযান সফল হবে, এটাই প্রত্যাশা।