যুক্তরাজ্যে (লন্ডন) নব নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সাথে জিএসসির মতবিনিময় অনুষ্ঠিত ।

Daily Ajker Sylhet

banglanewsus.com

২০ ফেব্রু ২০২৫, ০২:০০ অপরাহ্ণ


যুক্তরাজ্যে (লন্ডন) নব নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সাথে জিএসসির মতবিনিময় অনুষ্ঠিত ।

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম।

গত ১৭ ফেব্রুয়ারী লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে নব নিযুক্ত হাই কমিশনার মিসেস আবিদা ইসলামের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউ কে-র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে জিএসসির নেতৃবৃন্দ বৃটেনের বাংলাদেশীদের বৃহৎ সামাজিক ও চ্যারিটি সংগঠন জি এস সি’র সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন ।

বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতাসহ জিএসসি ঈদ স্মাইল প্রজেক্ট এবং ওমেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে শত শত সুবিধাবঞ্চিত মানুষদের কে সহযোগিতা করে আসছে,

নেতৃবৃন্দ বৃটেনের বাংলাদেশী কমিউনিটির নানা ইস্যু বিশেষ করে বাংলাদেশে বিমান বন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানী,বিমানের লাগামহীন যাত্রীভাড়া, সিলেট বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরিত করা, প্রবাসীদের ভোটাধিকার, নো-ভিসা রিকোয়ার্ড ফি ৭০ পাউন্ড থেকে ৫০ পাউন্ডে নির্ধারণ করা, সহজ ও দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট প্রদান সহ বিভিন্ন দাবি তুলে ধরে হাইকমিশনারের সহযোগিতা চাইলে হাই কমিশনার মিসেস আবিদা ইসলাম জিএসসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন জিএসসির চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খছরু খান, ট্রেজারার সালেহ আহমদ, জিএসসি কেন্দ্রীয় সহ সভাপতি আরজু মিয়া এমবি ও এম এ মালেক, সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন রাজিব বাসিত, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আজাদ উদ্দিন, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মির্জা আসহাব বেগ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোঃ ইসবাহ উদ্দিন, জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি তৌফিক আলী মিনার, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, জিএসসির কেন্দ্রীয় স্পোটর্স সেক্রেটারি আবদুল মালিক কুটি, সাংবাদিক আবদুল আজাদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।

মতবিনিময়ে হাইকমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।