শাওয়ালের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

Daily Ajker Sylhet

banglanewsus.com

২৮ ফেব্রু ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ


শাওয়ালের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ইসলামিক হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান শুরু হবে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর ও তুমায়েরসহ বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। এর আগে, দেশটির সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সকল মুসলমানকে শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল।

আদালত জানায়, যারা খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পাবে, তারা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারবে বা নিকটবর্তী কেন্দ্রের মাধ্যমে আদালতে যোগাযোগ করতে পারবে।

সাধারণত সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রমজানের সম্ভাব্য শুরুর তারিখের আগের দিনগুলোতে পর্যবেক্ষণ চালায়, তবে অন্যান্য মুসলমানদেরও চাঁদ দেখার উৎসাহ দেওয়া হয়।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি। এই মাসে ধৈর্য, দানশীলতা ও সমাজকল্যাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়।

এ মাসেই ইসলামের পবিত্র গ্রন্থ আল-কুরআন নবী মুহাম্মাদ (সা.)-এর নিকট অবতীর্ণ হয়। মুসলমানরা রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে তাদের বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করেন, পাপ থেকে বিরত থাকেন, বেশি বেশি প্রার্থনা ও দান-খয়রাত করেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ইবাদতে মগ্ন থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।